ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কর্তৃপক্ষ লেভেল প্লেয়িং ফিল্ড ধরে রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
সোমবার ২৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, বিভিন্ন প্রার্থী আচরণবিধি লঙ্ঘণ করে প্রচারণা চালালেও কোন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। গুপ্ত সংগঠনগুলো বিভিন্ন হলভিত্তিল জোন তৈরি করে হলগুলোতে ডামি প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে।









