কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন। হেফাজতে মৃত্যু মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির চিত্র, বলছেন মানবাধিকার কর্মীরা। বিশেষজ্ঞরা বলছেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে প্রথমে রাষ্ট্রীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনপ্রকার নির্যাতন বা অবহেলা মৃত্যুর কারন নয় দাবির পাশাপাশি কয়েদির তুলনায় হেফাজতে মৃত্যুর সংখ্যাকে উদ্বেগজনক বলতেও নারাজ কারা কর্তৃপক্ষ।







