‘যারা নদী দখল করে তারা এযুগের রাজাকার’
যারা নদী দূষণ ও দখল করে করে তাদেরকে এযুগের রাজাকার বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। নৌ দুর্ঘটনা এড়াতে নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠানে নদীপথে দুর্ঘটনা এড়াতে নাবিক এবং সারেংদের দক্ষতা বাড়ানোরও পরামর্শ দেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে জনগণের সচেতনতা জরুরি বলে মনে করেন নৌ পরিবহন মন্ত্রী। নৌ নিরাপত্তা সপ্তাহের প্রথম দিনে উদ্বোধন করা হয় প্রায় ২ হাজার টন ওজনের বিশালবহুল যাত্রীবাহী লঞ্চ সুরভী-৯। বিশাল আয়তনের এ লঞ্চ…