সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজা চার্লসের ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করে আবার তা সরিয়ে ফেলেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের উদ্দেশে ‘আপনি আমার রাজা নন’ বলে মন্তব্য করে আলোচনায় চলে আসা অস্ট্রেলিয়ার আদিবাসী সিনেটর লিডিয়া থর্প।
আজ (২২ অক্টোবর) একটি প্রতিবেদনে জানিয়েছে, রাজা চার্লসের ব্যঙ্গাত্মক ওই ছবি পোস্ট করার পর লিডিয়া থর্পের সমালোচনা করেন কিছু অস্ট্রেলিয়ান আদিবাসী নেতা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই ছবি সরিয়ে ফেলেছেন লিডিয়া থর্প।
রাজা চার্লসের অস্ট্রেলিয়া সফরের সফরের দ্বিতীয় দিনে দেশটির পার্লামেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজাকে উদ্দেশ্য করে লিডিয়া থর্প চিৎকার করে বলেন, ‘এই ভূমি আপনার না, আপনি আমার রাজা নন।’ এমন ঘটনার পর দ্রুত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সিনেটরের এই প্রতিবাদকে কিছু কর্মী সাহসী বলে প্রশংসা করেছেন, কিন্তু অন্যান্য বিশিষ্ট আদিবাসী অস্ট্রেলিয়ানরা বিব্রতকর এবং অসম্মানজনক বলে নিন্দা করেছেন। থর্প নিজে তার ওই কাজকে সমর্থন করলেও ব্যঙ্গাত্মক ওই ছবি পোস্ট করাটা ঠিক হয়নি বলে জানিয়েছেন।
রাজাকে তার মুকুটের সাথে শিরশ্ছেদ করা হয়েছে এমন একটি ছবি তার অজান্তেই একজন স্টাফ সদস্য শেয়ার করেছিলেন জানিয়ে থর্প বলেন, আমি দেখার সাথে সাথে এটি মুছে ফেলেছি। আমি ইচ্ছাকৃতভাবে এমন কিছু শেয়ার করব না যা সহিংসতাকে উত্সাহিত করে।








