বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। বৃষ্টির কারণে স্কটিশদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। গ্রুপপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচে ওমান ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও সুপার এইট নিশ্চিতে ইংলিশদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে। পরবর্তী দুই ম্যাচ জিতলেও ইংলিশদের বিদায় করতে স্কটিশদের বিপক্ষে অস্ট্রেলিয়া ভালোই মনোযোগ দেবে, জানিয়েছিলেন পেসার জশ হ্যাজেলউড। যদি ম্যাচে এমন কোনো ঘটনা ঘটে, প্রমাণ সাপেক্ষে নিষিদ্ধ হতে পারেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।
টানা তিন ম্যাচ জিতে ‘বি’ গ্রুপে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে স্কটিশরা দুইয়ে। নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে এখনও সুপার এইটের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। শেষ দুটি ম্যাচের কোনো একটিতে হারলে বাদ জশ বাটলারের দল, জিতলে টিকে থাকবে পরবর্তী রাউন্ডের আশা। সেক্ষত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রাখবে তারা। ছোট ব্যবধানে পরাজিত হলেও রানরেটে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ সুগম হতে পারে তাদের।
জশ হ্যাজেলউডের কথা অনুযায়ী, ইংল্যান্ডকে বিদায় করতে তার দল যদি কোনো হেরফের করে এবং ম্যাচ অফিশিয়ালরা তা প্রমাণ করতে পারলে শাস্তি পাবেন মার্শ। আইসিসির আচরণবিধির ২.১১ অনুচ্ছেদ অনুযায়ী এজন্য দায়ী হবেন অভিযুক্ত দলের অধিনায়ক। ‘লেভেল টু’ অপরাধে অভিযুক্ত করা হবে। এতে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন অধিনায়ক। সেইসঙ্গে সর্বনিম্ন ৫০ শতাংশ ম্যাচ ফি এবং চারটি ডিমেরিট পয়েন্ট পাবেন অভিযুক্ত অধিনায়ক।
১৬ জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। ম্যাচটি সামনে রেখে হ্যাজেলউড বলেছেন, ‘এই আসরে সম্ভবত বারবার আমাদের ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে। টি-টুয়েন্টি ক্রিকেটে তাদের দিনে যেকোনো কিছু করতে পারে দলটি। সুতরাং, আমরা যদি আসর থেকে তাদের আগেই বের করে দিতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয় এবং সম্ভবত অন্যসবার জন্যও।’
অন্যদিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত একটায় ওমানের বিপক্ষে এবং শনিবার রাত এগারোটায় নামিবিয়ার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড।









