ওয়ানডে অভিষেকে বল হাতে আলো ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জাভিয়ের বার্টলেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ ওভার বল করে ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ২৩১ রানে আটকে যায় ক্যারিবীয় ইনিংস। রানতাড়ায় জশ ইংলিশ, ক্যামেরন গ্রিন ও স্টিভেন স্মিথের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় তুলেছে অস্ট্রেলিয়া। ৬৯ বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় স্মিথের দল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামে অস্ট্রেলিয়া। শুরুতেই উইন্ডিজ ডেরায় আঘাত হানে। ১৭ রানে দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও জাস্টিন গ্রিভসের উইকেট তুলে নেন অভিষিক্ত বার্টলেট।
৩৭ রানে অধিনায়ক শাই হোপকেও হারায় উইন্ডিজ। তাকেও ফেরান ২৫ বর্ষী পেসার বার্টলেট। চাপ কাটিয়ে উইকেট ধরে খেলার চেষ্টা করেন তিনে নামা কেসি কার্টি।
৫৯ রানে চতুর্থ উইকেট হারায় উইন্ডিজ। কাভেম হজকে ফেরান ক্যামেরন গ্রিন। তখন ইনিংস মেরামতের চেষ্টা করেন রোস্টন চেজ ও কার্টি। পঞ্চম উইকেটে ১১০ রানের জুটি গড়েন দুজন। চেজকে বোল্ড করে জুটি ভাঙেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। চেজ করেন ৬৭ বলে ৫৯ রান, ৭ চারে।
শতকের পথে হাঁটতে থাকা কার্টি থামেন ৮৮ রানে, রানআউট হয়ে। ১০৮ বলের ইনিংসে কার্টি হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা। কার্টির বিদায়ের পর গোল্ডেন ডাকে ফেরেন রোমারিও শেফার্ড। ম্যাথু ফোর্ড করেন ২১ বলে ১৯ রান।
শেষপর্যন্তও খেলতে পারেনি ক্যারিবীয়রা, ৬ বল হাতে রেখে অলআউট হয়। সংগ্রহ করে ২৩১ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অভিষিক্ত বার্টলেট নেন ৪ উইকেট।
রানতাড়ায় নেমে প্রথম ওভারে ট্র্যাভিস হেড ফিরে গেলেও পরের তিন ব্যাটার খেলেছেন বড় ইনিংস। ৪৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে রানের গতি তুলে দিয়ে যান জশ ইংলিশ। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন স্মিথ ও গ্রিন।
প্যাট কামিন্সের অবর্তমানে অধিনায়কত্ব করা স্মিথ অপরাজিত থাকেন ৭৯ বলে ৭৯ রানে। গ্রিন মাঠ ছাড়েন ১০৪ বলে ৭৭ রান নিয়ে। তিন ম্যাচ সিরিজে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া।







