ক্যারিয়ারের প্রায় শেষলগ্নে চলে এসেছেন আস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। আলোচনায় আছে আসন্ন অ্যাশেজ সিরিজ খেলে অবসরে যাবেন তিনি। প্রশ্ন উঠেছে কী করবেন ক্রিকেট ক্যারিয়ার শেষে, অনেকের ধরণা হয়তো ব্যাবসা না হলে ধারাভাষ্যে অথবা রাজনীতিতে যোগ দেবেন তিনি।
৩৮বর্ষী এ অজি ব্যাটারের সঙ্গে ফক্সের সাথে ধারাভাষ্যকার হিসেবে চুক্তি আছে। গাজায় নিপীড়িত মানুষদের জন্য লড়ছেন অনেক আগে থেকে। এমনকি দুবার কথা বলেছেন আস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেসের সাথে।
দুকন্যা সন্তানের বাবা খাজা সবসময় ভেবে এসেছেন গাজার শিশুদের কথা। তিনি বলেছেন, ‘তারা শিশু, একজনের মৃত্যু অনেক বেশি। সরকার এখন পর্যন্ত ইউক্রেনকে দান করেছে ১ বিলিয়ন কিন্তু গাজায় দিয়েছে মাত্র ১৩০ মিলিয়ন অর্থ সহযোগিতা।’
পাকিস্তানে জন্ম নেয়া খাজা চান, আস্ট্রেলিয়া একটি বহুজাতিক রাষ্ট্র হোক, ‘আমি পশ্চিম সিডনিতে বড় হয়েছি, পশ্চিম সিডনিতে আমার বেড়ে ওঠার সময়টা বেশ কঠিন ছিল। আর যখন অন্যরা অস্ট্রেলিয়ানদের সাথে বৈষম্য করে তখন আমি সেটা ঘৃণা করি। কারণ আমি অস্ট্রেলিয়ান। আমি শ্বেতাঙ্গ নই তার মানে এই নয় যে আমি অস্ট্রেলিয়ান নই। সারা জীবন আমাকে এই সমস্যায় পড়তে হয়েছে।’
রাজনীতির বিষয় খাজা বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সাথে একান্ত সাক্ষাৎ করতে পেরে আমি খুবই ভাগ্যবান। ভবিষ্যতে আমি সেই সম্পর্ক খোলা রাখতে চাই, তাই আমি ব্যক্তিগত কথা না বলার ব্যাপারে সচেতন। গাজার শিশুদের মৃত্যুর বিষয়ে আমি তার সাথে কথা বলেছি। মানুষ বলে খেলাধুলা এবং রাজনীতি মেশানো যায় না, কিন্তু ক্রিকেটের মাধ্যমে আমি অনেক রাজনীতিবিদকে চিনেছি। আমার ক্যারিয়ারের পরে আমি রাজনীতিতে কিছু করব কিনা আমি সেটা বলব না। তবে আমি সত্যিই নিশ্চিত নই। আমি হ্যাঁ’ও বলছি না। আমার একটি ছোট পরিবার আছে এবং আমার জীবনে কিছু পরিকল্পনা আছে।’









