শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে আলো ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাট কুহনেম্যান। দুই টেস্টে ১৭.১৮ গড়ে ১৬ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার। তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে গেছে প্রশ্ন, দিতে হবে পরীক্ষা।
ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর, গলে দ্বিতীয় টেস্টের পর ম্যাচ কর্মকর্তারা কুহনেম্যানের অ্যাকশনের ব্যাপারে রিপোর্ট করেছেন। পরে তার পরীক্ষার প্রক্রিয়া নিয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে সিএ। তবে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন।
কুহনেম্যান ২০১৭ সাল থেকে ১২৪টি পেশাদার ম্যাচ খেলেছেন, যার মধ্যে পাঁচটি টেস্ট এবং চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আছে। ২০১৮ সাল থেকে তিনি ৫৫টি বিগ ব্যাশ লিগ ম্যাচ খেলেছেন৷ আট বছরের ক্যারিয়ারে প্রথমবার প্রশ্নবিদ্ধ হল ২৮ বর্ষী বাঁহাতির বোলিং অ্যাকশন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, একজন বোলারের কনুই ১৫ ডিগ্রি পর্যন্ত প্রসারিত হওয়া অনুমোদিত, এরবেশি হলে সেটা অবৈধ বলে গণ্য হবে। কুহনেম্যানকে এখন আইসিসি অনুমোদিত কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠানো হবে, যার জন্য ব্রিসবেন হতে পারে সম্ভাব্য স্থান।









