জানুয়ারির শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কায় খেলা হবে। টেস্ট দুটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে পৌঁছানোর চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অজিদের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য একটি ওয়ানডেও খেলবে সফরকারীরা।
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ কীভাবে শেষ হচ্ছে সেটাও অজিদের জন্য গুরুত্বপূর্ণ। ওই সিরিজটি দুদল অস্ট্রেলিয়া ও ভারতের জন্যই জুনে লর্ডসে ফাইনালে যাওয়ার চেষ্টায় প্রভাব রাখবে।
সিরিজের প্রথম টেস্ট ২৯ জানুয়ারি শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ফেব্রুয়ারি। একমাত্র ওয়ানডেটি হবে ১৩ ফেব্রুয়ারি।
শেষবার অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কা সফর করেছিল ২০২২ সালে। দুটি টেস্ট খেলে ১-১ সমতায় শেষ করেছিল। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে পুরো সিরিজে না খেলতে পারেন অধিনায়ক প্যাট কামিন্স। অজিরা শ্রীলঙ্কায় যাবে ২০ জানুয়ারি।









