পিঠের চোটে ঠিকমতো অ্যাশেজ খেলতে পারেননি অস্ট্রেলিয়ার টেস্ট-ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। সেজন্য ডাক পেলেন না টি-টুয়েন্টি বিশ্বকাপেও। তারকা পেসারকে ছাড়াই শ্রীলঙ্কায় উড়াল দিচ্ছে অজিরা। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে ১৫ জনের দল দিয়েছে তারা।
৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলা বিশ্বকাপে ‘বি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান। ১১ তারিখ আইরিশদের বিপক্ষে নামবে তারা। ‘বি’ গ্রুপের প্রতিটি ম্যাচ গড়াবে লঙ্কানদের মাঠে।
অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডারউইশ, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা।









