সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স বলছেন, অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট হতে পারেন স্টিভেন স্মিথ। বৃহস্পতিবার লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
৩৬০ ডিগ্রি খ্যাত সাবেক ব্যাটার ভিলিয়ার্স বলেছেন, ‘ভারতের সাথে হারার পর অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসে চিড় ধরেছে, কিন্তু এই অস্ট্রেলিয়া দল খুবই বিপজ্জনক। তাদের উপর চাপ অব্যাহত রাখতে প্রথমেই উইকেট তুলে নিতে হবে, যা সম্প্রতি আমরা করতে পারিনি।’
৩৯ বর্ষী সাবেক প্রোটিয়া ব্যাটার বলেছেন, ‘বিষয়টি এমন হতে হবে, কিন্তু স্টিভেন স্মিথের উইকেট হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে শুরুতেই আউট করতে না পারলে দলকে ভালো ভিতের উপর দাঁড় করাবে। আমি আত্মবিশ্বাসী যে আমরা সেটা করতে পারব।’
‘সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকবে ব্যাটাররা, কিন্তু এটা সাউথ আফ্রিকার বোলারদের জন্য বড় একটি পরীক্ষা। বিশেষ করে এনরিখ নর্টজে ছাড়া, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে বিশ্বকাপে কীভাবে এটি করা যায় তা কেউ জানে না।’








