ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শেষ ধাপের মহারণ চলছে। দুদিন বিরতির পর সেরা চার দলের সেমির প্রথমটি গড়িয়েছে বুধবার। দ্বিতীয়টিতে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। হাইভোল্টেজ ম্যাচের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের খতিয়ান।
কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার অজিদের বিপক্ষে নামবে প্রোটিয়াবাহিনী। ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
গ্রুপপর্বে ৯ ম্যাচে সাত জয় ও দুই পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে সেমিতে এসেছে টেম্বা বাভুমার দল। অন্যদিকে, সমান জয়-পরাজয়ে নেট রানরেটের ব্যবধানে পিছিয়ে টেবিলের তিনে থেকে নকআউটের পা রেখেছে প্যাট কামিন্সের দল।
মুখোমুখির দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লা ভারি সাউথ আফ্রিকার দিকে। ১০৯ ওয়ানডেতে অজিদের ৫০ জয়ের বিপরীতে প্রোটিয়ারা জিতেছে ৫৫টিতে। বাকি এক ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়া এবং তিন ম্যাচ টাই হয়েছে।
৫০ জয়ের মধ্যে ১৯ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের মাঠে ২৫ ও নিরপেক্ষ ভেন্যুতে ৯ জয় আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে, সাউথ আফ্রিকা নিজেদের মাটিতে জিততে পেরেছে ২৮ ম্যাচ। ১৯ ম্যাচ অস্ট্রেলিয়ার মাঠে এবং নিরপেক্ষ ভেন্যুতে ৮ জয় আছে ডি কক-মিলারদের।
বিশ্বকাপের পরিসংখ্যানে অবশ্য দুদলই লড়েছে সমানে-সমান। দুদলের সাত ম্যাচে তিনটি করে জয় পেয়েছে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এবারের আসরের আগে অবশ্য এগিয়ে ছিল অজিরা, ৬ সাক্ষাতে ৩ বার জিতেছে তারা। কিন্তু চলতি আসরে সেই লড়াইয়ে সমতায় আনে এখনও ওয়ানডে বিশ্বকাপে শিরোপা স্বাদ না পাওয়া সাউথ আফ্রিকা।
সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর ৩৭৭ ও ১৫৩, প্রোটিয়াদের ৩২৫ ও ১৪৯ রান। গ্রুপ পর্যায়ে নেদারল্যান্ডস ও ভারতের কাছে হার বাদ দিলে বাকি সাত ম্যাচেই দারুণ জয় পেয়েছে সাউথ আফ্রিকা। এদিকে অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও পরের সাত ম্যাচে টানা জয়ের ধারা বজায় রেখেছে।








