প্রবাদে আছে- শেষ ভালো যার, সব ভালো তার। আসর জুড়ে দাপট দেখিয়েছে ভারত। অপরাজিত হয়েই বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে আসরের প্রথম দুটি ম্যাচেই হেরেছিল অস্ট্রেলিয়া। শেষ আটটি ম্যাচে জিতে শিরোপার মঞ্চে ভারতের মুখোমুখি হয় তারা। আর ফাইনাল মহারণে শেষ হাসিটা হেসেছে অজিরাই। ভারতের মাটিতে ভারতের কাছ থেকেই ছিনিয়ে নিয়েছে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।
অজিদের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। দুই ব্যাটারের অনবদ্য জুটিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে প্যাট কামিন্সের দল। ফাইনাল মহারণে অজিদের জয়ে হেড ও লাবুশেনকে কৃতিত্ব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বলেছেন, ‘জয়ের কৃতিত্ব ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের।’
আহমেদাবাদে ফাইনাল মহারণে টসে হেরে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে নেমে হেডের সেঞ্চুরি ও লাবুশেনের ফিফটিতে ৪২ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন আর ২০ থেকে ৩০ রান করতে না পারার আক্ষেপ।
‘ফলাফল আমাদের পক্ষে হয়নি। আমরা জানি, আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। তবে দল নিয়ে আমি সন্তুষ্ট। আসলে এটা হওয়ার কথা ছিল না। সত্যি বলতে আরও ২০-৩০ রান করলে ভালো হতো। লোকেশ ও বিরাট যখন ব্যাট করেছিল, আমি মনে করেছিলাম, আমরা ২৭০-২৮০ রান করতে পারবো। তবে আমরা দ্রুতই উইকেট হারিয়েছি।’
৪৭ রানে অজিদের তিন ব্যাটারকে ফিরিয়েছিল ভারত। এরপর ১৯২ রানের জুটি গড়েন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। এই জুটিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন রোহিত।
‘তিন উইকেট হারিয়ে বড় জুটি গড়েছে অস্ট্রেলিয়া। আমরা প্রথমে উইকেট তুলে নিয়েছিলাম। তবে পুরো কৃতিত্ব ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের। তারা আমাদের ম্যাচ থেকে বের করে দিয়েছিল। আমরা যথেষ্ট ভালো ব্যাট করতে পারিনি, কিন্তু সেই বড় জুটি ভাঙতে পারলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারতো।








