ভারতে পর্দা নামার অপেক্ষায় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আজ দুপুর আড়াইটায় ফাইনাল মহারণের আগে দেখে নেয়া যাক আগের ১২ আসরে চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়েছিল যারা।
ওয়ানডে বিশ্বকাপে আগের ১২ আসরের মধ্যে ভারত ও অস্ট্রেলিয়াই ট্রফি নিয়েছে ৭ বার। ২০২৩ সালের দুই ফাইনালিস্ট ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড পেরেছে বিশ্বচ্যাম্পিয়ন হতে।
১৯৭৫ সালে গড়িয়েছিল প্রথম বিশ্বকাপ আসর। ইংল্যান্ডের লর্ডসে আটটি দল নিয়ে আয়োজিত বিশ্ব ক্রিকেটের প্রথম আসরে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রানে অজিদের হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয় এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। এমনকি ১৯৭৯ সালে পরের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় ক্যারিবীয় দল। লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান গর্ডন গ্রিনিজ-ভিভ রিচার্ডস।
১৯৮৩ সালে বিশ্বকাপের তৃতীয় আসরেও ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে ৪৩ রানে হেরে মাঠ ছাড়ে ক্লাইভ লয়েড বাহিনী। এরপর ১৯৮৭ সালে চতুর্থ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে প্রথমবার শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। সেবার ভারতের ইডেন গার্ডেন্সে হয়েছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। ১৯৯২ বিশ্বকাপে আবারও সেই ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়ে ১৯৯৯ থেকে টানা তিনটি আসরে শিরোপা নিজেদের করে নেয় অজি দল। ২০১১তে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে টিম ইন্ডিয়া। ফাইনালে শ্রীলঙ্কাকে হারায় ৬ উইকেটে।
২০১৫তে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তোলে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ শিরোপাধারী অস্ট্রেলিয়া। ২০১৯ সালে ৪৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথম শিরোপার স্বাদ পায় বিশ্ব ক্রিকেটের জনক হিসেবে পরিচিত ইংল্যান্ড।







