একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরে। বিশ্বকাপে শুরুতে গ্যালারিতে দর্শক উপস্থিতি দেখে আলোচনার বেগ বাড়ে। কারণ, গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল খুবই কম। এসবের মধ্যেই ভারত বিশ্বকাপ দর্শক উপস্থিতিতে ছাড়িয়ে গেছে আগের সব আসরকে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মঙ্গলবার জানিয়েছে, ভারতে ছয় সপ্তাহের টুর্নামেন্ট সবমিলিয়ে ১২ লাখ ৫০ হাজার ৩০৭ জন দর্শক স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ব্যাট-বলের লড়াই।
আইসিসির কোনো ইভেন্টে আগে সর্বোচ্চ দর্শক উপস্থিতি ছিল ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বআসরটিতে। তাসমান সাগরপাড়ের দুই প্রতিবেশী দেশে ১০ লাখ ১৬ হাজার ৪২০ জনের উপস্থিতি ছিল। ভারতে সেটি ছাড়িয়ে গেছে। ২০১৯ সালে ইংল্যান্ড এন্ড ওয়েলসের বিশ্বকাপে মাঠে এসে খেলা দেখেছিল ৭ লাখ ৫২ হাজার দর্শক।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের ১০ ভেন্যু মিলিয়ে টুর্নামেন্টে ৪৮টি ম্যাচ হয়েছে। এরমধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচটি গড়িয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১ লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতার ভেন্যুটিতে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল মহারণ দেখতে উপস্থিত হয়েছিলেন ৯০ হাজারের কিছু বেশি দর্শক।
এবারের বিশ্বকাপ শুধু দর্শক উপস্থিতিতেই ইতিহাস গড়েনি, সম্প্রচার এবং ডিজিটাল মাধ্যমেও অন্যসব আইসিসি টুর্নামেন্টকে ছাড়িয়ে গেছে, জানিয়েছে সংস্থাটি।








