চলতি মাসে ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ শুরুর আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে অস্ট্রেলিয়া। চোটে পড়ে পার্থে প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স খেলছেন না। সেটির সাথে যুক্ত হল অন্য দুই পেসার জশ হ্যাজেলউড ও শন অ্যাবটের চোটের খবর।
জশ ও শন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শেফিল্ড শিল্ড ম্যাচে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চের পর মাঠে দুজনই আর ফেরেননি। তারা হ্যামস্ট্রিং চোটে পড়তে পারেন।
প্যাট কামিন্স বলেছেন, হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হতে পারেন তারা। দুজনই চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। তাদের বর্তমান অবস্থা অস্ট্রেলিয়ার মেডিকেল টিম এখনও আনুষ্ঠানিক জানায়নি।
হ্যাজেলউড সবশেষ ভারত সফরে সাদা বলে দারুণ খেলেছেন। ভিক্টোরিয়ার হয়ে মাঠ ছাড়ার দিনও একটি উইকেট পেয়েছেণ ৩৫ বর্ষী পেসার। পার্থের জন্য বিকল্প হিসেবে স্কোয়াডে থাকা অ্যাবটও প্রথম ইনিংসে ১৮ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। দুজনকে না পেলে ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দলে বিকল্প আছেন ব্রেন্ডন ডগেট। যার এখনও অভিষেক হয়নি।
এদিকে পিঠে চোট পাওয়া কামিন্স এখনও সেরে ওঠেননি।









