বিশ্বকাপের আগে একই ফরম্যাটে হওয়া এশিয়া কাপে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। আসরটি শ্রীলঙ্কায় হয়েছে, আর বিশ্বকাপ হচ্ছে পাশের ভারতে। বিশ্বকাপেও আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ে কিনা, তা নিয়ে ছিল দুশ্চিন্তা। দুটির বেশি খেলায় বৃষ্টি সেভাবে চোখ রাঙায়নি। ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি ঘিরে বৃষ্টিবাধার শঙ্কা আছে কিনা জেনে নেয়া যাক।
আহমেদাবাদে এক লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার রোহিত শর্মার দলের বিপক্ষে নামছে প্যাট কামিন্সের দল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বিশ্বকাপে পাঁচটি ম্যাচ হয়েছে ভেন্যুটিতে।
প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হল বৈশ্বিক আসরটি। ভারতের ১০ ভেন্যু মিলিয়ে পুরো টুর্নামেন্টের ৪৮ ম্যাচের মধ্যে গুজরাটের আহমেদাবাদে গড়াচ্ছে শেষ খেলাটি। এ সময়টাতে ভারতের নানা স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। গ্রুপ পর্যায়ের কিছু ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি।
লিগপর্বে নেদারল্যান্ডস ও সাউথ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচে বৃষ্টির দাপট ছিল বেশি। প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে ধর্মশালায় ডাচ ও প্রোটিয়াদের ম্যাচ কমে হয় ৪৩ ওভার করে। ওই ম্যাচে টেম্বা বাভুমাদের হারিয়ে অঘটনের জন্ম দেয় নেদারল্যান্ডস।
বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে রানতাড়ায় নেমে বৃষ্টির বাধায় ডাকওয়ার্থ-লুইস মেথডে জিতে যায় পাকিস্তান, বাঁচিয়ে রাখে সেমিফাইনালের আশা। তবে তারা পারেনি শেষ চারে জায়গা করে নিতে। কলকাতার ইডেন গার্ডেন্সেও সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ছিল বৃষ্টির আনাগোনা। তবে ম্যাচে কোনো বড় প্রভাব রাখতে পারেনি।
ভারত-অস্ট্রেলিয়া মহারণের আগে আবহাওয়ার পূর্বাভাস বলছে, গুজরাট শহরের স্টেডিয়ামটির আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৪৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।
যদি ম্যাচ বৃষ্টির কারণে আজ শেষ না হয়, তবে আইসিসি ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে’র ব্যবস্থা রেখেছে। সেক্ষেত্রে সোমবার, অর্থাৎ ২০ নভেম্বর এই মাঠেই দল দুটি একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ম্যাচ শেষ করতে।







