অ্যাশেজে দ্বিতীয় টেস্টেও হেরে বসেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাঠে পাত্তাই পাচ্ছে না তারা। ২-০তে এগিয়ে গেছে অজিরা। ব্যাটিং-বোলিং, ফিল্ডিংয়েও দুর্দশাকে দুষছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। চাপ সামলাতে পারছে না তার দল, বসে বসে দেখা ছাড়া কিছু করারও নেই যেন, এমন বলছেন তিনি।
দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটে নেমে ৭৬.২ ওভারে ৩৩৪ রানে প্রথম ইনিংসে থেমেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১১৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া থেমেছিল ৫১১ রানে, ২১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্টোকসের দল ৭৫.২ ওভারে ২৪১ রানে আটকে অজিদের কেবল ৬৫ রানের লক্ষ্য দিতে পারে। ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পাঁচ ক্যাচ ফেলেছেন ইংলিশরা।
হেরে স্টোকস বলেছেন, ‘আমরা শুধু বসে বসে দেখছি সামনে কী ঘটছে, অস্ট্রেলিয়া আমাদের দিকে যাই ছুঁড়ে দিচ্ছে, বা তারা কী পরিকল্পনায় বল করছে সবই। এটা কিন্তু আমাদের দায়িত্ব, যে পরিকল্পনা সাজানো এবং হুমকি সামলানো। আমাদের সাথে এখন একই জিনিস বারবার ঘটছে।’
‘খুব হতাশাজনক। আমরা ম্যাচের চাপের সামনে দাঁড়াতে পারিনি। যখন ম্যাচ চাপের মুহূর্তে ছিল, কিছু স্থানে নিয়ন্ত্রণে আনার মতো অবস্থায় ফিরে এসেছিলাম, কিন্তু পরে আবারও আমরা হাতছাড়া করেছি। হতাশা লাগে ড্রেসিংরুমে থাকা খেলোয়াড়দের সক্ষমতার কথা ভেবে।’
‘যখন ম্যাচ চাপের মুহূর্তে যায়, অস্ট্রেলিয়া সবসময়ই সে মুহূর্তে আমাদের হারিয়ে দিচ্ছে। তাদের কাছে কোন দুর্বলদের জায়গা নেই। আমরা অবশ্যই দুর্বল নই, কিন্তু কিছু একটা খুঁজে বের করতে হবে। আমাদের গুছিয়ে নিতে হবে।’
ফিল্ডিংয়ের ভুলই হারের মূল কারণ, বলছেন স্টোকস- ‘ফিল্ডিংয়ে ভুলই সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইংল্যান্ডের। পাঁচটি সুযোগ নষ্ট করেছি। ক্যাচগুলো মিসে অস্ট্রেলিয়া ম্যাচ জেতানো ১৭৭ রানের লিড পায়। যদিও কেউ ইচ্ছা করে এমন ভুল করে না, কেউ ক্যাচ ফেলতে চায় না, কিন্তু এ পর্যায়ে এসে এসব ভুল চলে না।’
নিজের ভুলের কথাও বলেছেন অধিনায়ক, ‘জফরা আর গাস দারুণভাবে শুরু করেছিল, কিন্তু আমি আর ব্রাইডনই ম্যাচ আমাদের হাত থেকে বের করে দেই। ব্যাটিং, বোলিং সব ক্ষেত্রেই আমরা প্রয়োজনীয় দক্ষতা প্রয়োগ করতে পারিনি। কিছু আলোচনা অবশ্যই করবো, তবে সেগুলো ড্রেসিংরুমেই থাকবে।’









