টি-টুয়েন্টি বিশ্বকাপে এপর্যন্ত দুর্দান্ত খেলছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। গ্রুপপর্বের ম্যাচে নামিবিয়াকে একাই ধসিয়ে দিয়েছেন। দুর্দান্ত বল করে ম্যাচসেরার পাশাপাশি টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।
দলের হয়ে জাম্পার এমন পারফর্ম স্বীকৃতি দিতে ভোলেননি অজি অধিনায়ক মিচেল মার্শ। জাম্পাকে নিয়ে বলেছেন, সে সম্ভবত আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
‘আপনি যদি তার ক্যারিয়ারের দিকে তাকান, বিশেষ করে গত পাঁচ বছর দেখেন, সে সম্ভবত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বড় মুহূর্তকে ভালোবাসে, চাপে খেলতে চায় এবং সেটা অভিজ্ঞতার ভিত্তিতে সমাধান করতে চায়। এই মুহূর্তে সে দারুণ বল করছে, সুতরাং তাকে পেয়ে আমরা খুব ভাগ্যবান।’
দলের বোলিং পারফরম্যান্স নিয়ে মার্শ বললেন, ‘আমাদের বোলিং ইউনিট থেকে এটা অসাধারণ পারফরম্যান্স ছিল। উইকেট ভালো ছিল, কিছুটা সুইংও ছিল। সুপার এইটে ওঠার বিষয়টি দারুণ ছিল।’
বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির পাশাপাশি আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন জাম্পা। অস্ট্রেলিয়ার ছেলে ক্রিকেটারদের মধ্যে প্রথম বোলার হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন।









