অস্ট্রেলিয়ার মেলবোর্নে মঙ্গলবার অনুশীলনের সময় বেন অস্টিন নামে এক ক্লাব খেলোয়াড়ের ঘাড়ে বলের আঘাত লেগেছিল। ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে ১৭ বর্ষী ওই ক্রিকেটারের মৃত্যু হয়েছে।
মেলবোর্নের পূর্বাঞ্চলের ফার্নট্রি গলিতে একটি টি-টোয়েন্টি ম্যাচের আগে নেটে সাইডআর্ম বা ‘ওয়াঙ্গারের’ বলা মোকাবেলা করছিলেন অস্টিন। এ সময় এ খেলোয়াড়ের মাথায় হেলমেট ছিল। কিন্তু বেনের হেলমেটে স্টেম গার্ড ছিল না। ফলে গুরুতর আঘাত পাওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়।
বেনের বাবা জেস অস্টিন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বেনের মৃত্যুতে অত্যন্ত মর্মাহত, সে বৃহস্পতিবার সকালে মারা গেছে। ট্রেসি এবং আমার জন্য বেন ছিল আমাদের আদরের সন্তান। কুপার ও জ্যাকের ভাই যে বন্ধুদের জন্য ভালো ছিল।’
এই ঘটনা বেনকে আমাদের থেকে কেড়ে কিয়েছে। কিন্তু আমরা এই ভেবে শান্তনা পায় যে, সে এমন কিছু করছিল যা অনেক দিন ধরে করে। সে ক্রিকেট পছন্দ করে, এটা ছিল তার আনন্দের অন্যতম উৎস। এ ঘটনায় দুজন তরুণের মনে আঘাত লেগেছে। আমরা ওই খেলোয়াড়ের পবিারের সাথে আছি।’
বেন অস্টিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও ক্রিকেট ভিক্টোরিয়া।









