মুক্তির শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছিল কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি অভিনীত ছবি ‘সত্যপ্রেম কি কথা’। যদিও প্রথম সপ্তাহের শেষেই ছবিটির আয় পড়ে গিয়েছিল, তবে দ্বিতীয় সপ্তাহে আবারও ছবিটির বক্স অফিস আয় জমে উঠলো।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ১১ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি রুপি। যেখানে প্রথম সপ্তাহের আয় কমে যাওয়ার পর দ্বিতীয় রবিবারে ‘সত্যপ্রেম’ আয় করে ৫.২৫ কোটি রুপি।
এদিকে বক্স অফিসে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেলারা স্টোরি’র সাফল্যের পর অনেকেই ভেবেছিলেন সদ্য মুক্তি প্রাপ্ত সঞ্জয় পূরণ সিং চৌহান পরিচালিত বিতর্কিত ছবি ‘৭২ হুঁরে’র ও বক্স অফিস জমবে। কিন্তু ছবিটি মুক্তির তিন দিনে দেখা গেল ভিন্ন চিত্র।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির তিন দিনে ভারতের ২হাজার প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত ‘৭২ হুঁরে’ ছবিটির আয় করেছে মাত্র ৩ কোটি রুপি। যা চলচ্চিত্র বিশ্লেষক থেকে শুরু করে ছবির পরিচালক ও প্রযোজককে রীতিমত হতাশ করেছে।
এর আগে ছবিটির ফার্স্ট লুক টিজার মুক্তি পেতেই আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল সঞ্জয় পূরণ সিং চৌহানের এই ছবি। ছবিটির টিজারে উঠে এসেছিল ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সাইদের মতো কুখ্যাত ব্যক্তিদের কথা।
মূলত ইসলামের নামে কিছু লোক সন্ত্রাসী কাজে লিপ্ত হচ্ছে। মৃত্যুর পর জান্নাতে ৭২ হুর পাওয়ার লোভে তারা আত্মঘাতী হচ্ছে। আর তাদের হিংস্রতায় মারা যাচ্ছে হাজারো সাধারণ মানুষ এমন সব কাহিনীকে ঘিরেই নির্মিত আমির বশির, রাশীদ নাজ, পবন মালহোত্রা, সারু মাইনি, আশোক পাঠক অভিনীত ‘৭২ হুঁরে’ ছবিটি।
সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা







