Advertisements
জয়পুরহাটে এবারের কুরবানীর মূল আকর্ষণ জর্জ জুনিয়র, টিপু আর সুলতান নামের গরু। ৩০ থেকে ৩৫ মণ ওজনের এই ষাঁড়গুলো দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। উৎপাদন খরচ বেশি হওয়ায় গরুগুলো বিক্রি নিয়ে কিছুটা শংকায় রয়েছেন খামারীরা।







