চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: বিএনপি নেতাসহ ৪ জনের যাবজ্জীবন

আবুল কালাম আজাদআবুল কালাম আজাদ
1:05 অপরাহ্ন 18, এপ্রিল 2023
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের যাবজ্জীবন ও ৪৪ জনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুটি মামলার রায় পৃথক পৃথকভাবে ঘোষণা করা হয়। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলায় সাজাপ্রাপ্ত ৪৮ জনের মধ্যে ১৩ জন পলাতক রয়েছেন।

এদিকে মামলার রায় উপলক্ষে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ৩৪জন আসামীকে স্পেশাল ট্রাইব্যুনাল -৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এ ছাড়া জামিনে থাকা অ্যাড. আব্দুস সাত্তার ব্যতীত অ্যাড. আব্দুস সামাদ, ইয়াছিন, কামরুল ও শেলী আদালতে হাজিরা দেননি। সব মিলিয়ে এ মামলায় সাজাপ্রাপ্ত ১৩ জন পলাতক রয়েছে।

সকাল সোয়া ১০টায় বিচারক বিশ্বনাথ মন্ডল রায় পড়ে শোনান। রায়ে বলা হয় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের এফ ধারায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, রঞ্জু ও পলাতক আসামী আব্দুল কাদের বাচ্চু, রিপন প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। অপর ৪৪জন আসামীর প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হলো।

এ ছাড়া বিষ্ফোরক দ্রব্য আইনের তিন ধারায়  বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, রঞ্জু ও পলাতক আসামী আব্দুল কাদের বাচ্চু, রিপন প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। অপর ৪৪জন আসামীর প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হলো।

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অতিরিক্ত পিপি অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান প্রমুখ।

আসামীপক্ষে উপস্থিত ছিলেন অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. শাহানারা বকুল প্রমুখ।

এ রায়ে খুশী বলে মতামত ব্যক্ত করেছেন জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ। তবে আসামীপক্ষের আইনজীবী অ্যাড. শাহানার বকুল বলেন, এ রায়ে তারা খুশী নন। পূর্ণাঙ্গ রায়ের কাগজ হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে রায় শোনার পর আসামীপক্ষের স্বজনরা আদালত চত্বরে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে বিএনপি নেতা মমতাজুল ইসলাম চন্দন, মন্টুসহ চারজনকে আটক করে। তবে পুলিশ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টার দিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার উপর জেলা বিএনপি’র সভাপতি ও তৎকালিন সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ও বিএনপি নেতা রঞ্জুর নির্দেশে বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপর রেখে তার গাড়ি বহরে হামলা চালান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারপিট করা হয়।

এ ঘটনায় কলারোয়া থানা মামলা না নেওয়ায় ২ সেপ্টেম্বর কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসলেমউদ্দিন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০/৭৫ জনের নামে আদালতে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনা সঠিক নয় বলে আদালতে প্রতিবেদন দাখিল করে।

আদালত মামলা খারিজ করে দিলে বাদি জজ কোর্টে রিভিশন করেন। সেখানেও খারিজ হয়ে যায়। হাইকোর্ট ২০১৩ সালে ওই মামলা আমলে নেওয়ার নির্দেশ দেন। মামলাটি ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে এসে পৌঁছায়। ২০১৫ সালের ১৫ অক্টোবর শুনানি শেষে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত।

ওই দিনই মামলাটি থানায় রেকর্ড হওয়ার পর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুর রহমানকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে সাড়ে ছয় মাস পর ২০১৬ সালের ৪ মে তিনি আদালতে ৫০ জনের নামে তিনটি অভিযোগপত্র দাখিল করেন। এরমধ্যে সিআরপি ১৫১/১৫ নং মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি চার্জশীটভুক্ত ৫০জনকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা দেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবীর।

অপরদিকে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এ মামলার অপর দুটি অংশে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের এসটিসি ২০৭/১৫, ২০৮/১৫ এর মামলায় ১৫ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য চলাকালে রাষ্ট্রপক্ষে অবস্থানকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত এটর্ণি জেনারেল এসএম মুনিরকে হুমকি দেওয়ার ঘটনায় জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের সদর থানার সাধারণ ডায়েরীর তদন্তে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ১০জনের বিরুদ্ধে নন জিআর মামলা দায়ের করা হয়। যাহা আজো চলমান।

১২ এপ্রিল যুক্তিতর্ক শেষে আজ মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল রায় এর জন্য দিন ধার্য করেন। এ দুটি মামলায় সম্প্রতি উচ্চ আদালত থেকে অ্যাড. আব্দুস সাত্তার, অ্যাড. আব্দুস সামাদ, কামরুল ইসলাম ও শেলী জামিনে মুক্তি পান। আজ অ্যাড. আব্দুস সাত্তার ব্যতীত বাকী চারজন আদালতে হাজিরা দেননি। সাজাপ্রাপ্ত ৪৮ জনের মধ্যে ১৩ জন পলাতক রয়েছেন।

ট্যাগ: গাড়ি বহরে হামলাপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসাতক্ষীরাহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমৃদ্ধ বিশ্ব গড়তে বৈশ্বিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পরবর্তী

ভীষণ গরমে বৃষ্টির জন্য নামাজ

পরবর্তী

ভীষণ গরমে বৃষ্টির জন্য নামাজ

কল-কারখানার বর্জ্য অবাধে নদীতে, মরছে মাছসহ জলজ প্রাণী

সর্বশেষ

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার

জানুয়ারি 28, 2026

উড়োজাহাজ বিধ্বস্ত: ভারতের রাজ্য উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

জানুয়ারি 28, 2026

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান

জানুয়ারি 28, 2026

সুপার সিক্স: থাইল্যান্ডকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

জানুয়ারি 28, 2026

মেহেরপুরে সার-বীজ-কীটনাশকের উচ্চ মূল্যে লোকসানে আলু চাষিরা

জানুয়ারি 28, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version