রাজধানীর বাড্ডায় বাংলা এডিশনের বিশেষ প্রতিনিধি মৃদুল ইসলাম এবং ক্যামেরাপার্সন দেলোয়ারের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় আইডিআরএ’র সাবেক চেয়ারম্যানসহ আটক করা হয়েছে ২ জনকে।
শনিবার (২৫ অক্টোবর) সাতারকুলের মগরাদিয়া মাকান হাউজিংয়ে অনিয়ম, দুর্নীতি এবং দখলবাজি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তারা।
ওই এলাকার ভিডিও ফুটেজ এবং তথ্য সংগ্রহের সময় প্রথমে চিত্রসাংবাদিক দেলোয়ার হোসেনকে বেধড়ক মারধর করে একটি সংঘবদ্ধ চক্র। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। দেলোয়ার হৃদরোগে আক্রান্ত হওয়ায় সন্ত্রাসীদের আক্রমণের সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সময় বাংলা এডিশনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে সন্ত্রাসীরা।
এই ঘটনার প্রতিবাদ করায় বাংলা এডিশনের বিশেষ প্রতিনিধি মৃদুল ইসলামকেও মারধর করে অবরুদ্ধ করে রাখে তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাংলা এডিশনের আরও দুটি টিম। তখন সন্ত্রাসীরা সারি সারি গাড়িবহর নিয়ে যাওয়ার সময় বাংলা এডিশন টিমকে দেখে আবারও ক্ষিপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
একপর্যায়ে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযুক্ত মোশাররফ হোসেনসহ হামলাকারীদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন হামলাকারী পালিয়ে যায়।
এ ঘটনায় বাড্ডা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাংলা এডিশন কর্তৃপক্ষ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সাবেক চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী এবং অজ্ঞাত আরও অর্ধতাধিক ব্যক্তি।









