রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম জেতা নোভাক জোকোভিচকে নিয়ে আলোচনা ছিল এটিপি ফাইনালে খেলতে পারবেন না। তুরিনে হতে চলা আসরে থাকছেনই না ৩৭ বর্ষী সার্বিয়ান মহাতারকা। চোট পুরোপুরি সেরে না ওঠায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকো সরে গেছেন। ষষ্ঠ অবস্থানে থেকে আসরে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি।
জোকোভিচ জানিয়েছেন বর্তমান অবস্থার জন্য মোটেও হতাশায় ভুগছেন না। বরং ২০২৫ সালের জানুয়ারিতে হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুত হচ্ছেন। সেটাই হতে পারে তার ১১তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জোকো জানিয়েছেন, ‘তুরিনে হতে চলা এটিপি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা সম্মানের। আসলেই সেখানে খেলার অপেক্ষায় ছিলাম, কিন্তু চোটের কারণে আগামী সপ্তাহে খেলতে পারব না। যারা আমার খেলা দেখার পরিকল্পনা করছিলেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী।’
টেনিসের আসরটিতে অংশ নিচ্ছেন ক্যাসপার রুড, অ্যান্ড্রি রুভলেভ, ইন্নিক সিনার, কার্লোস আলকারাজ, আলেক্সান্ডার জভেরভ, ড্যানিয়েল মেদভেদেভসহ অনেক তারকাই।









