একের পর এক ম্যাচ জিতে শিরোপা জয়ের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে টক্কর দিচ্ছিল ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে চলা জিরোনা। সেই রিয়ালের কাছে শেষ লিগ ম্যাচে বিধ্বস্ত হয়েছে মিশেল সানচেজের দল। লিগে এ নিয়ে দ্বিতীয়বার হারের মুখ দেখল তারা। মৌসুমের প্রথম হারটিও ছিল রিয়ালের বিপক্ষে। লস ব্লাঙ্কোসদের কাছে হারলেও শক্তির দিক থেকে জিরোনার চেয়ে অনেকটা এগিয়ে রিয়াল, সেটি অকপটেই স্বীকার করছেন এ কোচ।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার লা লিগার শীর্ষ দু’দলের একপেশে লড়াইয়ে ৪-০ গোলে জিতেছে রিয়াল। তাতে দুয়ে থাকা জিরোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে তারা। রিয়ালের জয়ে নৈপুণ্য দেখিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও দুটি। জোড়া গোলে আলো ছড়ান জুড বেলিংহ্যাম। অন্য গোলটি করেন রদ্রিগো।
ম্যাচ শেষে মিশেল বলেছেন, ‘আমরা চেষ্টা করেছিলাম পূর্ণ তিন পয়েন্ট নিয়ে তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু মাদ্রিদ যখন সেরা সময়ে থাকে, তখন তাদের ধারেকাছেই কেউ যেতে পারে না। এই ম্যাচে আমাদের খেলোয়াড়রা নিজেদের নিংড়ে দিয়েছে, কিন্তু আজকের ম্যাচে মাদ্রিদ সেরাটাই খেলেছে। এডুয়ার্দো কামাভিঙ্গা, ভিনিসিয়াস, বেলিংহ্যামের মতো খেলোয়াড় আমাদের দলে নেই।’
‘আমরা এমন একটি ক্লাব যারা ধীরে ধীরে বেড়ে উঠছি। বিশ্বে মাত্র চার-পাঁচটি দল আছে যারা কিনা রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করতে পারে। কিন্তু তারা যদি আজকের ম্যাচের মতো খেলে তখন যেকোনো দলের পক্ষেই তাদের থামানো অসম্ভব হয়ে ওঠে।’
লা লিগায় টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল চতুর্থবার লিগে খেলা কাতালুনিয়ার ক্লাবটি। এই ম্যাচ হেরে ২৪ ম্যাচে রিয়ালের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুয়ে রয়েছে জিরোনা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ করে কম খেলে ৫০ পয়েন্টে তিনে বার্সেলোনা, ৪৮ পয়েন্টে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ।







