তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। বড় ব্যবধানে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বেন স্টোকসের দল। তৃতীয় ও শেষ টেস্টেও ধারাবাহিক ইংল্যান্ড। তিন দিনেই শেষ বার্মিংহাম টেস্ট। ১০ উইকেটের বড় জয়ে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে ইংলিশবাহিনী।
বার্মিংহামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৭৫.১ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ২৮২ রানে। জবাবে নেমে প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামে ইংল্যান্ড। ৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ১৭৫ রানে গুঁড়িয়ে যায় উইন্ডিজ। ইংল্যান্ডের সামনে মাত্র ৮২ রানের লক্ষ্য দাঁড় করায় দলটি। লক্ষ্য তাড়ায় নেমে ৭.২ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড।
৩৩ রানে ৮ উইকেট হাতে রেখে তৃতীয় দিন ব্যাটে নামে উইন্ডিজ। মার্ক উডের দাপুটে বোলিংয়ের সামনে এদিন বিধস্ত হয়েছে তারা। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ফিফটি পেয়েছেন দুজন। মিকেল লুইস ৫৭ ও কাভেম হজ ৫৫ রান করেন। বাকীদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল অলিক আথানজে এবং জেসন হোল্ডার। দুজনেই ১২ রান করে করেন।
উড ১৪ ওভার ৪০ রান খরচায় ৫ উইকেট নেন। গাস অ্যাটকিনসন নেন দুটি উইকেট।
জ্যাক ক্রলি চোট পাওয়ায় লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে বেন ডাকেটের সঙ্গী হয়ে আসেন বেন স্টোকস। তাণ্ডব চালিয়ে ৭.২ ওভারেই জয় নিশ্চিত করেন। ৯ চার ও দুই ছক্কায় ২৮ বলে ৫৭ রান করেন ইংলিশ অধিনায়ক। ১৬ বলে ২৫ রান করেন ডাকেট।
এর আগে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ধসিয়ে দেন গাস অ্যাটকিনসন। ক্রিস ওকস ও মার্ক উডকে সঙ্গী করে উইন্ডিজকে থামান ২৮২ রানে। ২০ ওভার বল করে ১ মেডেনের পাশাপাশি ৬৭ রান খরচায় ৪ উইকেট নেন অ্যাটকিনসন। ১৮ ওভারে ৩ মেডেনসহ ৬৯ রান খরচা ওকস নেন ৩ উইকেট। উড দুটি এবং শোয়েব বশির একটি করে উইকেট নেন।
ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ রান আসে ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটে। ৮৬ বলে ৬১ রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। জেসন হোল্ডার করেন ১১২ বলে ৫৯ রান। ৯৯ বলে ৪০ রান করেন জসুয়া ডি সিলভা। এছাড়া ৬১ বলে ২৬ রান করেন মিকেল লুইস।
২৮২ রান সামনে রেখে ব্যাটে নেমে শুরুতে ৫৪ রানে ৫ ব্যাটারকে হারালেও জো রুট ও বেন স্টোকস জুটিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ১১৫ রান তোলেন দুজনে। ৬৯ বলে ৫৪ রানে স্টোকস ফিরে গেলে জুটি ভাঙে।
আটে নামা জিমি স্মিথকে নিয়ে হাল ধরেন জো রুট। এ জুটিতে আসে ৬২ রান। ১২৪ বলে ৮৭ রান করে ফিরে যান। লোয়ার অর্ডারে ক্রিস ওকসকে নিয়ে ১০৬ রানের জুটি গড়েন স্মিথ। ১০৯ বলে ৯৫ রানে আউট হন স্মিথ। ৭৮ বলে বলে ৬২ রান করেন ওকস। দশে নামা গাস অ্যাটকিনসন করেন ১৬ বলে ২১ রান।
ক্যারিবীয়দের হয়ে আলঝারি জোসেফ চারটি উইকেট নেন। জেডিন সিলস তিনটি এবং শামার জোসেফ উইকেট নেন দুটি করে।









