ভারতে মাফিয়া থেকে রাজনীতিতে নাম লেখানো আতিক আহমেদ এবং তার ভাই আশরাফের খুনিদের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি আদালত চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। আগামী ২৩ এপ্রিল তিন খুনিকে আবারও আদালতে তোলা হবে।
এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একটি বিশেষ তদন্তকারী দল জিজ্ঞাসাবাদের জন্য তিন শ্যুটারের রিমান্ডের আবেদন করার পর খুনিদের আজ আদালতে হাজির করা হয়েছিল।
লাভলেশ তিওয়ারি, সানি সিং এবং অরুণ মৌর্য নামের এই তিন শ্যুটারকেই প্রতাপগড় জেল থেকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়েছিল। এক ভিডিও ফুটেজে দেখা যায়, তিনজনকে সশস্ত্র পুলিশ সদস্যরা নিয়ে যাচ্ছেন এবং সেখানে আধা-সামরিক বাহিনীকেও দেখা যায়।
মামলার বিশেষ তদন্তকারী দল (এসআইটি) অভিযুক্ত তিনজনের বক্তব্য রেকর্ড করেছে এবং তদন্তের অংশ হিসেবে অপরাধের দৃশ্যটি পুনরায় সাজিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবে।
১৫ এপ্রিল প্রয়াগরাজে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে গুলি করে হত্যা করা হয়। লাভলেশ তিওয়ারি, সানি সিং এবং অরুণ মৌর্য দুই ভাইয়ের ওপর গুলি চালানোর আগে সাংবাদিক হিসেবে ভিড়ের মধ্যে প্রবেশ করেছিলেন। আতিক ও আশরাফকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।
এই হত্যাকাণ্ড ক্যামেরায় ধরা পড়ে যখন সাংবাদিকরা মাইকসহ দুই ভাইয়ের সাথে কথা বলছিল।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আহমেদ ও তার ভাইয়ের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে একটি আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পিটিশনের শুনানি হবে ২৪ এপ্রিল।








