প্যারিস অলিম্পিকের ১২তম দিনে অ্যাথলেটিকসের পাঁচটি সোনার ইভেন্টের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। মেয়েদের লং জাম্প, মেয়েদের ৪০০ মিটার ও ছেলেদের ১১০ মিটারে হার্ডলসে সোনা জিতেছে দেশটি। বাকী দুটি ইভেন্টে ছেলেদের জ্যাভেলিন থ্রোতে রেকর্ড গড়ে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন বোতসোয়ানার লেতসিলে তেবেগো।
দিনের প্রথম ইভেন্ট মেয়েদের লং জাম্পে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের টারা ডেভিড উডহল। রৌপ্য জিতেছেন জার্মানির মিহাম্বো মালাইকা। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক প্রতিদ্বন্দ্বী মোরি জাসমিন।
দ্বিতীয় ইভেন্ট জ্যাভেলিন থ্রোতে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতার ইতিহাস এটি। প্যারিসে দেশটির প্রথম পদক এটি। টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপরা রৌপ্য জিতেছেন। প্যারিসে ভারতের প্রথম রৌপ্য এটি। ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।
তৃতীয় ইভেন্ট ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন আফ্রিকা মহাদেশের দেশ বোতসোয়ানার লেতসিলে তেবেগো। রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেক। ব্রোঞ্জও গেছে যুক্তরাষ্ট্রের ঝুলিতে, নোয়াহ লাইলস জেতেন তা।
চতুর্থ ইভেন্ট মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিয়েছেন সিডনি ম্যাকলাফলিন লেভরোনই। রৌপ্য জিতেছেন তারই স্বদেশী অ্যানা ককরেল। ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের ফেমকে বোলের।
অ্যাথলেটিকসে দিনের শেষ পদকের লড়াই ছেলেদের ১১০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট হলোওয়ে। রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রে আরেক অ্যাথলেট ড্যানিয়েল রবার্টস। ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকার রাশেদ ব্রডবেল।









