গত বছর ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। এবার আথিয়ার সন্তানসম্ভবা হওয়ার আভাস দিলেন সুনীল শেঠি।
নাচের রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে’র বিচারকের দায়িত্ব পালন করছেন সুনীল শেঠি। সেখানে প্রবীণদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ পর্ব। শো-এর উপস্থাপনা করেছে ভারতী সিং। উপস্থাপিকা সুনীলকে জিজ্ঞেস করেন, ভবিষ্যতে নানা হিসেবে কেমন হবেন সুনীল। উত্তরে অভিনেতা বলেন, ‘পরের সিজনে আমি যখন এই শোতে আসব, তখন শোতে নানা হিসেবেই হাঁটব।’
সুনীলের এই মন্তব্যে গুঞ্জন রটেছে আথিয়া মা হতে চলেছেন। তবে এটা শুধুই রসিকতা নাকি সত্যিই আথিয়া সন্তানসম্ভবা—তা নিয়ে চলছে জল্পনাকল্পনা।
২০২১ সালে আথিয়ার জন্মদিনে কে এল রাহুল আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা ঘোষণা করেন। তিনি ইনস্টাগ্রামে আথিয়ার একটি ছবি শেয়ার করার পাশাপাশি অত্যন্ত রোম্যান্টিক একটি ক্যাপশন লেখেন। ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস







