উত্তর-পূর্ব নেপালের হিমালয়ের একটি চূড়ায় তুষার ধসে কমপক্ষে ৭ জন পর্বতারোহী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন বিদেশি এবং দুইজন নেপালি রয়েছেন। অভিযানকারী সংস্থা সেভেন সামিট ট্রেকস এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল নয়টায় দোলাখা জেলার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে এই ঘটনা ঘটেছে। উদ্ধারকারীরা এরই মধ্যে দুইজনের মরদেহ খুঁজে পেয়েছে এবং বাকি পাঁচজনের সন্ধান করছে। ধারণা করা হচ্ছে, বাকিরা তুষারে চাপা পড়ে থাকতে পারে। আরও আটজনকে উদ্ধার করা হয়েছে এবং রাজধানী কাঠমান্ডুতে তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
দেশটির জেলা পুলিশ প্রধান জানিয়েছেন, পর্বতারোহীদের গ্রুপটি তুষার ধসের এক ঘণ্টা আগে যাত্রা শুরু করে।
সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপা বলেন, অন্য পাঁচজন নিহত পর্বতারোহীর মরদেহ বরফের ১০ থেকে ১৫ ফুট নীচে থাকতে পারে। তাদের খুঁজে পেতে সময় লাগবে।
নিহতদের মধ্যে দুই জন ইতালীয়, একজন কানাডিয়ান, একজন জার্মান, একজন ফরাসি। বাকি দুজন নেপালি, যারা পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করছিলেন।









