যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলার ঘটনায় গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত নয়জনেরও বেশি আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, গতকাল (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডারের অ্যাপালাচি হাইস্কুলে এই হামলা হয়।
আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, ছাত্র বয়সের একজন সন্দেহভাজন হেফাজতে রাখা হয়েছে। তবে তিনিই হামলাকারী কি না তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সকল স্কুল বন্ধ ঘোষণা করে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং অতিরিক্ত হেলিকপ্টার স্ট্যান্ডবাইতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন এক বিবৃতিতে বলেন, একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না।
সবশেষ আপালাচি হাইস্কুলে এই হামলার ঘটনাসহ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৪৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।









