চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির আসন্ন নির্বাচনে কমপক্ষে ৩০ লাখ প্রবাসী ভোটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 21, জানুয়ারি 2025
আন্তর্জাতিক
A A
Advertisements

জার্মানির আসন্ন নির্বাচনে ৩০ থেকে ৪০ লাখ প্রবাসী জার্মান ভোটারের ভোটাধিকার রয়েছে। তবে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে এক্ষেত্রে কিছু সংকটও রয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের মুখপাত্র ক্রিশ্চিয়ান ভাগনার বিদেশে বসবাসরত জার্মানদের কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ২৩ ফেব্রুয়ারি বুন্ডেসটাগ নির্বাচনে ভোট দেয়া নিশ্চিত করতে চাইলে এখনই নির্বাচনি নথিপত্র সংগ্রহ করতে হবে। সময়মতো ব্যালট পেপার সংগ্রহ করা, তা পূরণ করা এবং সময়মতো জার্মানিতে ফেরত পাঠানোর ব্যাপারটা এত সহজ নয়।

গত ডিসেম্বরে জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাট চ্যান্সেলর ওলাফ শলৎস বুন্ডেসটাগে আস্থা ভোটে হেরে যান। এরপরই জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ২৩শে ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।

ভাগনার অবশ্য সতর্ক করে দিয়েছেন,‘‘কিছু দেশে স্বাভাবিক জার্মান সংসদীয় নির্বাচনের সময়েও চ্যালেঞ্জে পড়তে হতে পারে। কোথায় বাস করছেন তার উপর নির্ভর করে, বিদেশে বসবাসরত কিছু জার্মান সময়মতো তাদের ব্যালট পেপার নাও পেতে পারেন।” নিয়মিত নির্বাচনে বিদেশে জার্মান দূতাবাস এবং কনস্যুলেটগুলো নির্বাচনের কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে। কিন্তু এবারের নির্বাচনে তারা সময় পাচ্ছেন মাত্র কয়েক সপ্তাহ।

জার্মান দূতাবাসে ভোট দিচ্ছেন?

প্রবাসী জার্মানদের মধ্যে যারা ভোট দিতে চান, তাদের জার্মানির ২৯৯টি নির্বাচনি এলাকার যেকোনো একটির ভোটার তালিকায় নাম নিবন্ধন করাতে হবে। সাধারণত জার্মানিতে সেই ব্যক্তির সবশেষ আবাসস্থলকেই নির্বাচনি এলাকা হিসাবে ধরে নেয়া হয়। কিন্তু কিছু দেশ এটি ভিন্নভাবে পরিচালনা করে। যেমন, ২০২৩ সালের মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে জার্মানিতে প্রায় ১৫ লাখ তুর্কি নাগরিকের ভোটাধিকার ছিল। তারা জার্মানির কনস্যুলেটসহ ১৭টি ভিন্ন স্থানে ভোট দিতে পেরেছিলেন।

বুন্ডেসটাগ নির্বাচনে এটি সম্ভব নয়। ভাগনার বলেন “জার্মানিতে কেবল দূতাবাসে ভোট দেওয়ার কোনো বিধান নেই। আমাদের নির্বাচনি ব্যবস্থায় এটি নেই।” কিন্তু এখন জার্মানির নির্বাচনি এলাকায় কেবল একটি ইমেইল পাঠিয়েই নথিপত্র পাঠানোর জন্য অনুরোধ করা সম্ভব।

দেশের বাইরে ৩০-৪০ লাখ ভোটার

এটি অবশ্য একটি আনুমানিক সংখ্যা। ভাগনার বলেছেন, “বিদেশে নিবন্ধনের কোনো বাধ্যবাধকতা নেই, তাই আমরা কেবল কতজন জার্মান বিদেশে আছেন এবং তাদের মধ্যে কতজন ভোট দেওয়ার যোগ্য তা অনুমান করতে পারি। আমরা ধরে নিচ্ছি এই সংখ্যা মোট ৩০ থেকে ৪০ লাখ।” আরো অনেক জার্মান বিদেশে থাকেন, কিন্তু তাদের সবাই ভোট দেওয়ার অধিকারী নন।

জার্মানিতে কেবল নাগরিক হলেই ভোট দেয়া যায় না। ১৪তম জন্মদিনের পরে অন্তত তিন মাস টানা জার্মানিতে অবস্থান করতে হবে। তবে এক্ষেত্রেও বাড়তি নিয়ম রয়েছে। যেমন, জার্মানিতে বসবাসের সময়কাল টানা ২৫ বছরের বেশি হলে চলবে না। অর্থাৎ, যেসব জার্মান কেবল মাঝেমধ্যে জার্মানিতে অল্প সময়ের জন্য এসেছেন, তাদের অনেকেই ভোট দেওয়ার যোগ্য নন। যাদের জার্মান পাসপোর্ট আছে কিন্তু কখনো জার্মানিতে আসেননি, তারাও ভোট দিতে পারবেন না।

২০২১ সালে মাত্র সোয়া এক লাখ

কেউ যদি প্রমাণ করতে পারেন যে, তিনি বা তারা, “ব্যক্তিগতভাবে এবং সরাসরি জার্মানির রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে পরিচিত এবং এই দ্বারা প্রভাবিত”, তাহলে তাদের ভোটাধিকার থাকবে। উদাহরণস্বরূপ, যারা জার্মানিতে কাজ করেন বা এমন জার্মান কোম্পানিতে শেয়ার রয়েছে, যেটিতে অনেক লোক কাজ করেন।

শুনে নিশ্চয়ই প্রক্রিয়াটি অনেক জটিল মনে হচ্ছে। সম্ভবত এ কারণেই ২০২১ সালের বুন্ডেসটাগ নির্বাচনে প্রবাসী ৩০-৪০ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র এক লাখ ৩০ হাজার জার্মান। তাদের বেশিরভাগই ইইউভুক্ত বিভিন্ন দেশ এবং যুক্তরাজ্য বা তুরস্কের মতো অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রে বসবাসরত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে ভোট পড়েছে মাত্র সাত হাজার ৭০০, এশিয়া থেকে পাঁচ হাজার ৩০০ এবং ক্যানাডা, আফ্রিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ মিলিয়ে ভোট দিয়েছেন মাত্র দেড় হাজার জার্মান।

প্রয়োজন জরুরি ডাক পরিষেবা

বিদেশে থেকে ভোট দেয়ার আবেদন করতে ইচ্ছুক জার্মানদের জন্য সময় ফুরিয়ে আসছে। ভাগনার প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিশ্বের ১৫৪টি জার্মান দূতাবাস এবং ৫০টি সাধারণ কনস্যুলেট এ ব্যাপারে সাহায্য করবে। তিনি বলেন, “আমরা অবশ্যই দেখছি যে, আমরা সহায়তা প্রদানের জন্য কী করতে পারি। নির্বাচনি নথিপত্র সরবরাহের ক্ষেত্রে, আমরা অফিসিয়াল ক্যুরিয়ার পরিষেবা ব্যবহার করেছি।”

এর অর্থ হচ্ছে, আপনি চাইলে ভোটদানের নথিপত্র ‘সিল’ করা খামে দূতাবাসে আনলে জার্মান পররাষ্ট্র দপ্তর বার্লিন বা বন অফিসে সেটা পাঠানোর ব্যবস্থা করবে। সেখান থেকে এটি ডাকযোগে চলে যাবে নির্বাচনি এলাকায়। ২৩শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে আপনার ব্যালট নির্বাচনি এলাকাতে পৌঁছাতে হবে।

অবশ্য এটিও বেশ জটিল। ভাগনার বলছেন: “কখনো কখনো বাণিজ্যিক এক্সপ্রেস ডাক পরিষেবা দ্রুততর হয়।” বাস্তবে, বিদেশে বসবাসকারী জার্মানদের ভোটাধিকার প্রয়োগের সবচেয়ে ভালো উপায় হলো, জার্মানির একটি নির্বাচনি এলাকা থেকে পাঠানো নথিপত্রগুলো নিয়ে সেগুলো যতদ্রুত সম্ভব পূরণ করে নিজেই এক্সপ্রেস মেইলে ফেরত পাঠানো।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

ট্যাগ: ৩০ লাখ প্রবাসীআসন্ন নির্বাচনজার্মানিভোটার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

পরবর্তী

সত্যিই কি বলিউড ছেড়ে দিচ্ছেন নোরা ফাতেহি?

পরবর্তী

সত্যিই কি বলিউড ছেড়ে দিচ্ছেন নোরা ফাতেহি?

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চাচ্ছে না ভারত

সর্বশেষ

‘স্পিরিট অব আবদুস সালাম’ পুরস্কার পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির মাহবুবুল আলম

জানুয়ারি 30, 2026

প্রথমবার রাজধানীতে ‘আমাদের পিঠা পার্বন ২০২৬ উৎসব’

জানুয়ারি 30, 2026

হেলমেট না পরায় যৌথবাহিনীর মারপিটে যুবকের মৃত্যুর অভিযোগ

জানুয়ারি 30, 2026

প্রত্যাবর্তনের গল্প লিখে ৫ সেটের লড়াইয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

জানুয়ারি 30, 2026

তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে করেন ৪৭ শতাংশ মানুষ: জরিপ

জানুয়ারি 30, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version