থাইল্যান্ডে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) সকালে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত। থাইল্যান্ডের পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
স্থানীয় পুলিশ জানায়, ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে যাত্রা করা ট্রেনটি একটি নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় প্রকল্পে ব্যবহৃত একটি বড় ক্রেন হঠাৎ ভেঙে একটি বগির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং দুর্ঘটনার পরপরই কিছু অংশে আগুন ধরে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। পুলিশ জানায়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন এবং ধাতব কাঠামো কেটে উদ্ধারকাজ চালাচ্ছেন।
থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেল সংস্থা ‘স্টেট রেলওয়ে অব থাইল্যান্ড’ জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী এতে ১৯৫ জন যাত্রীর নাম নথিভুক্ত ছিল। তবে প্রকৃত যাত্রীর সংখ্যা এই তালিকার চেয়ে কম বা বেশি হতে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।









