নাইজেরিয়ার প্লাথু রাজ্যে একটি স্কুল ভবন ধসে অন্তত ২২ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১৩০ জনেরও বেশি শিশু।
বিবিসি জানিয়েছে, গতলাল (১৩ জুলাই) স্থানীয় সময় শুক্রবার সকালে শিক্ষার্থীরা ক্লাসে থাকা অবস্থায় নাইজেরিয়ায় প্লাথু রাজ্যের রাজধানী জোসের সেন্ট একাডেমি নামক একটি স্কুলের ভবন ধসে এই ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্কুলটিতে ওই সময় ১ হাজারেরও বেশি শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে। স্বেচ্ছাসেবকরা খননকারী যন্ত্র, সামগ্রী এবং তাদের খালি হাত ব্যবহার করে কংক্রিটের স্তূপ ভেঙ্গে পেঁচানো লোহার রড দিয়ে আটকে থাকা অনেকের কাছে পৌঁছাতে চেষ্টা করছেন।
স্থানীয়দের ধারণা, মালভূমিতে ৩ দিনের ভারী বৃষ্টিপাতের কারণে এই ভবন ধসের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় বেশ কয়েকটি বড় ভবন ধসে পড়েছে। পর্যবেক্ষকরা এর জন্য নিম্নমানের উপকরণ এবং দুর্নীতিকে দায়ী করেছেন।









