ভারতের মিজোরামে একটি নির্মাণাধীন রেলসেতু ভেঙে পড়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ (২৩ আগস্ট) বুধবার সকাল ১১টার দিকে উত্তরপূর্ব ভারতের মিজোরাম রাজ্যের সাইরাঙ এলাকায় নির্মাণাধীন একটি রেলসেতু ভেঙে পড়ে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মিজোরামের রাজধানী আইজলকে রেলপথের সঙ্গে যুক্ত করতে বহুদিন ধরে এই রেলসেতুর কাজ চলছে।
আজ সকাল থেকে রেলসেতুর নির্মাণকাজে নিযুক্ত ছিলেন অন্তত ৪০ জন শ্রমিক। তাদের মধ্যে অন্তত ১৭ জনেরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রযুক্তিগত কোন ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটল কি না, তাও খতিয়ে দেখা হবে।
পাহাড়ি এলাকায় সেতুগুলো সাধারণত এক পাহাড়ের সাথে অন্য পাহাড়কে যোগ করে নির্মাণ করা হয়, এই পদ্ধতিতে দূরত্ব অনেকটাই কমে আসে। অন্যথায় টানেল তৈরি করলে পাহাড়ের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
অন্যদিকে ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, কয়েকটি পিলার দাঁড়িয়ে আছে আর মাঝের ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে।








