জুলাই আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম দুই কণ্ঠস্বর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও নানা অসঙ্গতির বিরুদ্ধে আওয়াজ চালু রেখেছেন তারা। এরইমধ্যে জুলাই বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে পরিচিত সংগীতশিল্পী আসিফ আকবরের সাথে দেখা করেন এই দুই সমন্বয়ক।
বিষয়টি জানিয়েছেন আসিফ নিজেই। সোমবার (২৮ অক্টোবর) হাসনাত ও সারজিসের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বহু শ্রোতাপ্রিয় গানের এই শিল্পী লিখেছেন, জেনজি’র পক্ষ থেকে জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন্যবাদ জানাতে। তাদের সাথে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সংগীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেষ্ট জ্ঞানী এবং স্মার্ট।
এরপর হাসনাতকে সোজাসাপ্টা ও সারজিসকে মৃদূভাষী সম্বোধন করে আসিফ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, সারজিস আলম মৃদূভাষী। আমিও তাদেরকে আমাদের জেড ফোর্স-এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি।’
আসিফ এসময় আরো লিখেন, ‘৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্র-জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনিতন্ত্র থেকে মুক্তি। জেড ফোর্স-এর নভেম্বর বিপ্লব আর জেন জির জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।”
জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে সরব ছিলেন আফিস নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও এই শিল্পী রাজপথেও উপস্থিত ছিলেন। নিজের সন্তানকে নিয়ে হাজির হয়েছেন অভ্যুত্থান পূর্ববর্তী বিভিন্ন মিছিল ও জনসভায়।









