আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে উপদেষ্টা পদ থেকে ছেড়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ‘বোর্ড ড. নজরুলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। আমরা তার সাফল্য কামনা করি। জনসাধারণের সাথে তার পরিচিতি এবং খেলাধুলার প্রতি তার দীর্ঘস্থায়ী উৎসাহ আমাদের বিশ্বাস করার কারণ দেয় যে, তিনি ক্রিকেটকে শক্তিশালী করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করবেন।’
‘বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে এবং আমরা আশা করি তিনি আমাদের পাশে থাকবেন। আমরা প্রতিটি স্তরে উচ্চতর মান অর্জনের লক্ষ্যে কাজ করছি।’
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ড. আসিফ নজরুল দীর্ঘদিন ধরেই খেলাধুলার প্রতি একজন প্রকৃত আগ্রহী ব্যক্তি হিসেবে স্বীকৃত। বিসিবি বিশ্বাস করে যে, নতুন দায়িত্ব তাকে সকল শাখায় অর্থপূর্ণ অগ্রগতির দিকে সেই প্রতিশ্রুতিকে কাজে লাগাতে সাহায্য করবে।









