শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘এইট ফোরটি’ (৮৪০)! বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় হয়ে গেল ছবিটির বিশেষ প্রদর্শনী!
ছবিটির বিশেষ প্রদর্শনী দেখতে এদিন উপস্থিত ছিলেন দেশের সংস্কৃতি ও বিনোদন জগতের বহু পরিচিত মুখ। যেখানে ‘এইট ফোরটি’ দেখতে এসে সবার আগ্রহের কেন্দ্রে পরিণত হন অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ।
সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা ফারুকীর আমন্ত্রণে ‘এইট ফোরটি’ দেখতে গিয়ে সংবাদকর্মীদের মুখোমুখি হন তারা।
এসময় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রশংসা করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “লড়াই থেকে সবেমাত্র একটা ধাপ পার করলাম। মাঠের লড়াইটা সাময়ীক সময়ের, কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই, সার্বজনীন লড়াই সেটা হলো সাংস্কৃতিক লড়াই। এই সাংস্কৃতিক লড়াইটা ফারুকী ভাইয়েরা দীর্ঘদিন ধরে করে আসছিলেন। ফ্যাসিবাদী সময়ে যতোটা পারা যায়, তিনি আমাদের দেখানোর চেষ্টা করেছেন।”
ফারুকীর কাজের প্রশংসা করে এসময় আসিফ আরো বলেন, “থাকে না কিছু যে দেখালাম একটা, কিন্তু মেসেজ দেয়া আরেকটা! সেটা আমরা ফারুকী ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আশা করি ‘এইট ফোরটি’ও ‘ফোর টুয়েন্টি’র মতো সবার মধ্যে সাড়া জাগাবে।”
ফারুকীকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে তরুণ এই উপদেষ্টা বলেন,“আমাদের আগামির যে সাংস্কৃতিক লড়াই, সার্বজনীন যে লড়াই; সে লড়াইতেও ফারুকী ভাই আরো অবদান রাখবেন।”
বাংলাদেশের টিভি ধারাবাহিকের ইতিহাসে অন্যতম আলোচিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ফোর টুয়েন্টি’ (৪২০)। এর মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলদেশের রাজনীতিকদের উত্থান পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেন হাস্যরসের মাধ্যমে, এবং তিনি সফল হন।
১৭ বছর আগে চ্যানেল আইয়ের জন্য নির্মিত নাটকটি তৎকালীন সময়ে বেশ সাড়া ফেলে। প্রায় দেড় যুগ পর ফারুকী ফিরছেন ‘৪২০’র স্বাদ নিয়ে! তিনি এটিকে ‘ফোর টুয়েন্টি’র ডাবলআপ বলছেন! যে সিনেমার নাম রেখেছেন ‘৮৪০’! সিনেমার ট্যাগ লাইন ‘দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’!
ছবিয়াল প্রোডাকশনের সাথে নির্মাণ সহযোগিতায় রয়েছে দেশের খ্যাতনামা সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ফারুকীর লেখা ও নির্মাণে ‘৮৪০’ প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহপ্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।
সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী, মারজুক রাসেল, শাহরিয়ার নাজিম জয়, বিজরী বরকতউল্লাহ, জাকিয়া বারী মম, আশুতোষ সুজনসহ দর্শকপ্রিয় মুখ।









