রাজধানীর পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় মিছিলটি ছাত্রভঙ্গ করতে পুলিশ হিযবুত তাহরীর সদস্যদের ওপর লাঠিচার্জ করে। এমন সময় পুলিশের সঙ্গে হঠাৎ একজন শ্রমিক এসে হিযবুত তাহরীর সদস্যদের লাঠি দিয়ে পেটান।
পরে ওই শ্রমিককে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। ঘটনা জানতে পেরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডিবি থেকে ছাড়িয়ে নিয়ে যান ওই রিকশাচালককে। এই বিষয়ে একটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করার কথা থাকলেও সেটি হয়নি।
এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক উপস্থিত ছিলেন। তবে কেউ এ সময় গণমাধ্যমে কথা বলেননি।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি অবহিত করে গণমাধ্যমকর্মীদের ক্ষুদেবার্তা পাঠান।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ডিসি মুহাম্মদ তালেবুর জানান, ডিবির পিআরও থেকে তাকে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে মেসেজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তিনি শুধু সে অনুযায়ী মেসেজটি দিয়েছেন।









