আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেছে বিশ্ব। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী ফ্লাইট AI171 বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। মর্মান্তিক এ দুর্ঘটনায় বিমানের যাত্রী-ক্রুদের মধ্যে প্রাণ হারিয়েছেন ২৪১ জন, বেঁচে ফিরেছেন মাত্র একজন।
রাজনৈতিক থেকে সাধারণ মানুষ- সবাই এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। বলিউডের বহু তারকা তাদের শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।
এই ঘটনার অভিঘাতে চুপ করে থাকতে পারেননি বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। তার ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে একজন নিয়মিত বিমানযাত্রীর ব্যক্তিগত ভয়, বাস্তবতা ও মৃত্যুভীতির অভিজ্ঞতা।
ফেসবুকে আসিফ লেখেন, “প্রতিটা বিমান দুর্ঘটনা আতঙ্কের, হতাশার। প্রচুর প্রাণহানির পাশাপাশি মানসিক বিপর্যয় ঘটে। ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হিসেবে বিমানেই যেতে হয় এই দেশ ঐ দেশ। দোয়া দরুদ পড়ে শান্তভাবেই জার্নি করি। বাসা থেকে বের হয়ে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। প্রস্তুত থাকি নিশ্চিত মৃত্যুর অনিশ্চিত যাত্রায়।”
তিনি আরও জানান, বিমানে নিজের সিটে বসে থাকেন শুধুমাত্র এই আশায় যে, “যদি লাশ না-ও মেলে, অন্তত এক টুকরো কাপড় যেন পরিবারের হাতে আসে।” এমন বাস্তব অভিজ্ঞতা থেকেই আহমেদাবাদ ট্র্যাজেডি তাকে ফের ট্রমায় ফেলে দেয়।
আসিফ লেখেন, “বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মূহুর্তে পাইলট ক্রু আর যাত্রীদের বাঁচার আকুতি কেমন হতে পারে তা ভেবেই শরীর অবশ করা মন খারাপ সবার। আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার কারণে হতাহতের সংখ্যাও বেড়েছে।”
তিনি আরও বলেন, কয়েকদিন আগেই তার টিমের তিনজন সদস্য এই একই এয়ারলাইন্সে লন্ডন সফর করেছেন, তারা এখনো ট্রমায় আক্রান্ত।
সবশেষে আসিফ আকবর লেখেন,“আসলে মৃত্যুই সত্য। আহমেদাবাদ ট্র্যাজেডিতে নিহত সকলের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। আকাশে যখন কোনো বিমান দেখি, তখন আল্লাহর কাছে দোয়া করি—যেন নিরাপদে পৌঁছায়।”









