এশিয়ান গেমসের আগে প্রস্তুতির সুযোগ পাচ্ছেন স্কোয়াডে থাকা সকলে। চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হবে আসর। তার আগে চট্টগ্রামে ছায়া জাতীয় দল বাংলাদেশ টাইগার্সের সঙ্গে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে নির্বাচকদের গড়া দলটি।
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলা টাইগার্সের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি। তার আগে জানা যাবে স্কোয়াড।
হ্যাংজুতে এশিয়ান গেমসের ১৯তম আসরে রয়েছে ৪০ ধরনের খেলা। ডিসিপ্লিন মোট ৬১টি। রয়েছে ছেলে ও মেয়েদের টি-টুয়েন্টি ক্রিকেট। ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর হবে মেয়েদের আসর। এরপর ছেলেদের খেলা।
মঙ্গলবার থেকে বগুড়ায় হাই-পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শহীদ চান্দু স্টেডিয়ামে ১২, ১৪, ১৬ ও ১৮ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ সূত্রে জানা গেছে এতথ্য।









