এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। দুবার এগিয়ে গিয়েও শেষপর্যন্ত জয় আনতে পারেনি কোচ মারুফুল হকের দল। ষষ্ঠ মিনিটে প্রথম গোল দিয়ে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল লাল-সবুজের দল।
স্বাগতিক ভিয়েতনামে হওয়া ম্যাচে গুয়ামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথম গোলটি করেন স্ট্রাইকার মিরাজুল ইসলাম। পরের গোলটি আসে বাংলাদেশের আরেক ফরোয়ার্ড মঈনুলের থেকে।
খেলার ছয় মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মিরাজুল ইসলাম। গুয়াম প্রথম গোল পায় ৭৫ মিনিটে। শেষদিকে ৮৯ মিনিটে মঈন গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে দেন। স্কোরলাইন দাঁড়ায় ২-১। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে ফের গোল করে ড্র টেনে দেয় গুয়াম।
প্রথম গোলের লিড বাংলাদেশ দীর্ঘ সময় ধরে রাখলেও পরের গোলের লিড বেশি সময় নিয়ন্ত্রণে রাখতে পারেনি মারুফুলের দল। শেষদিকে মরিয়া হয়েও আর কোনো গোল আনতে পারেনি বাংরাদেশ। ওই ব্যবধানে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অধিনায়ক আশরাফুল হক আসিফের দলকে।
ভিয়েতনামে নেমে গ্রুপপর্বে প্রথম ম্যাচে শক্তিশালী সিরিয়াকে বিপক্ষে ৪-০ গোরে হেরেছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপপর্বে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, স্বাগতিক ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে খেলা বাকি।









