Site icon চ্যানেল আই অনলাইন

৩ বছর পর দলে ফিরলেন সাব্বির

Advertisements

সাব্বির রহমান সবশেষ টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে। তারপর দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন ডানহাতি এই হার্ডহিটার। সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপে খেলবেন তিনি।

খেলোয়াড়দের অফ-ফর্ম, চোটজনিত সমস্যা ও অন্যান্য জটিলতায় পড়ে এশিয়া কাপের দল দিতে দেরি হয় বিসিবির। ১১ আগস্ট দল ঘোষণা শেষ তারিখ থাকলেও দুইদিন পর আজ শনিবার দল দিয়েছে টাইগার বোর্ড। ১৭ সদস্যের দলে বিশ্রাম শেষে ফিরেছেন মুশফিকুর রহিম ও খেলা না-খেলার বিতর্কে থাকা মাহমুদউল্লাহ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে বাজে পারফর্ম করা মুনিম শাহরিয়ার বাদ পড়েছেন। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস চোটে থাকার কারণে ছিটকে যাওয়ায় ওপেনার হিসেবে রাখা হয়েছে পারভেজ ইমনকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে দারুণ বোলিং করা এবাদত হোসেনও জায়গা পেয়েছেন দলে।

সবশেষ জিম্বাবুয়ের সফরে টি-টুয়েন্টি সিরিজে আঙুলের চোটে পড়া নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে স্কোয়াডে। উইকেটরক্ষক এই ব্যাটারের খেলা না খেলার বিষয়টি নির্ভর করছে তার ফিটনেসের ওপর। দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও।

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

Exit mobile version