শরিফুল-তাসকিন-হাসানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর চাপ কাটিয়ে উঠার চেষ্টা করছিল আফগানিস্তান। হাত খুলে ব্যাট চালানোর চেষ্টা করলেও তাসকিনের আঘাতে ফেরেন রহমত শাহ। উইকেট হারালে চাপ কাটিয়ে তোলেন ইব্রাহিম জাদরান। তবে মুশফিকের দুর্দান্ত ক্যাচে হাসান মাহমুদের শিকার হয়ে ফেরেন আফগান ওপেনার। এতে ফের চাপে পড়ে আফগানিস্তান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী ২৯ বলে ২৩ রান ও নাজিবুল্লাহ জাদরান ১ বলে ১ রান করে অপরাজিত আছেন। জয়ের জন্য আফগানদের প্রতি ওভারে নয়ের বেশি রান দরকার হলে আফগানরা তুলছে পাঁচের কমে।
লাহোরে এশিয়া কাপে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত’র জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩৩৪ রান সংগ্রহ করে টিম টাইগার্স।
১৮তম ওভারে তাসকিনের বলে বোল্ড হন ডানহাতি টপঅর্ডার ব্যাটার রহমত শাহ। ৩৩ রান করতে রহমত ৫৭ বল খেলেন। ৭৯ রানে ২ উইকেট হারায় শহিদীর দল। এর আগে অবশ্য ফিফটি তুলে নেন ওপেনার ইব্রাহিম জাদরান।
রহমত শাহ ফেরার পর হাসমতউল্লাহ শহিদীকে সঙ্গী করে চাপ কাটিয়ে তুলছিলেন ইব্রাহিম। ২৮.৩ ওভারের হাসান মাহমুদের বলে আউট সাইড এজের শিকার হন ইব্রাহিম। দুর্দান্ত ড্রাইভ দিয়ে বল তালুবন্দী করে আফগান ওপেনারকে ফেরান মুশফিক।







