বুধবার বাংলাদেশ-ভারত এশিয়া কাপ সুপার ফোরের মহারণ। প্রতিবেশী দেশটির সঙ্গে যেকোনো ফরম্যাটে দুদলের একটা আলাদা চাপ কাজ করে মাঠে কিংবা মাঠের বাইরে। দুদলই চাইবে জিতে ফাইনালের পথ এগিয়ে রাখতে। ম্যাচের আগেরদিন টাইগার অলরাউন্ডার শেখ মেহেদী হাসান জানালেন, প্রতিপক্ষ নিয়ে মাথাব্যথা নেই।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে দুদল।
ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চাপ অনুভব করছেন না মেহেদী। বলছেন, ‘অন্য ম্যাচগুলোর মতোই এটা সাধারণ আরেকটা ম্যাচ। ম্যাচ জেতার পর না, শুরু থেকেই আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করি। যেটা আমাদের শরীরিক ভাষা-চিন্তাভাবনা, আমরা ওভাবেই থাকি। আমরা শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলতে নামছি। প্রতিপক্ষ ভারত হোক আর অস্ট্রেলিয়া, সেটা আমাদের মাথাব্যথা না।’
ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ। কিন্তু পরিসংখ্যান বলছে মুখোমুখি ১৭টি টি-টুয়েন্টিতে কেবল একটি জয় লাল-সবুজদের। মেহেদী অবশ্য পুরনো পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ। ভাবছেন বর্তমান ম্যাচ নিয়ে, বলছেন- ‘বাড়তি চাপ নেই। সবকিছু নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। আমাদের সবধরনের সিদ্ধান্ত হবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী।’
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে। মেহেদী সেসবকে গুরুত্ব দিচ্ছেন না। বলেছেন, ‘আমরা সেসব নিয়ে ভাবছি না। এটা আপনারা (গণমাধ্যম) তৈরি করেন, বা ভক্তরা করে। আমরা যেভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলি, সেভাবেই খেলব স্বাভাবিকভাবে।’
এক জয়ে সমান দুপয়েন্টে ভারতের অবস্থান সুপার ফোর টেবিলে শীর্ষে, রানরেটে পিছিয়ে বাংলাদেশ দুইয়ে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের জয় তুলেছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে নামতে হবে লিটনদের।









