এশিয়া কাপে তিনবার ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি টাইগারদের। সামনে আরেকটি টুর্নামেন্ট। অতৃপ্তি ঘুঁচানোর সুযোগও। সে পথে ধাপে ধাপে এগোতে চায় সাকিব আল হাসানের দল।
ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ খেলতে রোববার শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। তার আগে মিরপুরে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে হাজির হন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব। দুজনই ম্যাচ বাই ম্যাচ আগানোর লক্ষ্যের কথা জানিয়েছেন। শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে লড়াইয়ে জিতে (সুপার ফোর) মূলপর্বে যেতে হবে আগে।
সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যে ধরণের প্রস্তুতি আমরা নিয়েছি যে স্কোয়াড আছে আমার মন হয় যে অনেক দূর যেতে পারবো। তারপরও প্রথম কথা হলো প্রথম দুইটা ম্যাচ খেলে কোয়ালিফাই করতে হবে। একটা একটা ম্যাচ করে আসলে আগাতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব চিন্তা করছি। প্রতিটা ম্যাচ নিয়ে আমরা চিন্তা করবো, ওইভাবেই প্রস্তুতি নেবো এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করবো।’







