Site icon চ্যানেল আই অনলাইন

এশিয়া কাপে খারাপ করলেও বিশ্বকাপে নিরাশ হব না: সাকিব

‘দুইটা একদম আলাদা টুর্নামেন্ট। হ্যাঁ আমরা যদি এখানে (এশিয়া কাপ) ভালো করতে পারি, তাহলে  আমাদের আত্মবিশ্বাস দেবে। এশিয়ার মধ্যে একটা ভালো দল হিসেবে যদি গড়ে উঠতে পারি, আমাদের ভালো করার সম্ভাবনা থাকবে। সেই দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। তার মানের এই না, এটাতে খারাপ করলে বিশ্বকাপে নিরাশ হয়ে যাব। আমার এটাতে ভালো করলে বিশ্বকাপে সব আশা বেড়ে যাবে এমনও না।’

এশিয়া কাপকে সামনে রেখে শনিবার বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের মনোভাব এভাবেই ব্যক্ত করেন সাকিব আল হাসান। কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিয়ে এদিন সাংবাদিকদের সামনে হাজির হন টাইগার অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট পাল্লেকেলেতে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা রাখছেন সাকিব। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেন।

‘পাল্লেকেলের স্বাভাবিক যে রেকর্ড আছে, সবসময় ব্যাটিং পিচই হয়ে থাকে। ব্যাটসম্যানরা রান করার সুবিধা পায়। বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি রান তারাতাড়ি করাটাও চ্যালেঞ্জিং। আমাদের সবদিকে প্রস্তুতি থাকতে হবে। এলপিএলে পরিস্থিতি অন্যরকম ছিল। মাঠের মাঝখানের পিচগুলোতে আমরা খেলেছি। যেগুলাতে আসলে এশিয়া কাপের ম্যাচগুলো হবে। পিচগুলো ভিন্ন রকমের ছিল।’

‘যে কন্ডিশন আমি জানি এখন দেশে আসলাম সেটা খুব বেশি দিন আগে নয়। পিচ খুব বেশি পরিবর্তনের কথা না। ওইটা নিয়ে আমাদের অবশ্যই আলাপ হবে। আর তিন-চারদিন আগে যাচ্ছি। আমার কাছে মনে হয় কন্ডিশনের সঙ্গে মানাতে আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। শ্রীলঙ্কা থেকে আমাদের দেশের দূরত্ব খুব একটা বেশি না।’

বিশ্বকাপ নিয়ে সাকিব তো বটেই, গোটা দলেরই আপাতত নেই কোনো ভাবনা। সময় আসলেই তা নিয়ে চিন্তা করা যাবে বলে সাফ জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার। নির্দিষ্টভাবে এশিয়া কাপের গ্রুপপর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েই আপাতত দলের সব চিন্তা বলেও জানান লাল-সবুজের দলের অধিনায়ক।

‘প্রথম যে বিষয়টা হচ্ছে আমাদের প্রথম দুটো ম্যাচ গুরুত্ব সহকারে খেলতে হবে। আমাদেরকে পরের রাউন্ডে কোয়ালিফাই হতে হবে। আমরা একটা একটা ম্যাচ করে এগোতে চাই। এমন না যে আমরা একবারেই কোথায় যাব, এমনটা চিন্তা করছি। প্রতিটা ম্যাচ ধরেই আমরা চিন্তা করব এবং ওই ভাবেই প্রস্তুতিটা সেরে নেব। ওইভাবেই ভালো ফল করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচেই জয় চেষ্টা করব।’

Exit mobile version