ভারতের তুলনায় অপেক্ষাকৃত অনেক কম শক্তির দল নেপাল। কিন্তু মাঠের লড়াইয়ে শুরুতে নিজেদের ভিন্নরূপেই জানান দিয়েছে নেপাল। এশিয়া কাপের লড়াইয়ে রোহিত শর্মাদের বিপক্ষে দুর্দান্ত শুরু করেও পরে দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে রোহিত পাউদেলের দল।
পাল্লেকেলেতে টস জিতে নেপালকে ব্যাটে পাঠায় ভারত। নেমে দারুণভাবে পাওয়ার প্লেতে ভারতীয় বোলারদের মোকাবেলা করেন নেপালের দুই ওপেনার। ৬৫ থেকে ১০১ রানের মধ্যে ৪ ব্যাটারকে হারায় তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৯ রান। ক্রিজে আছেন ৮৪ বলে ৪৭ রান করা ওপেনার আসিফ শেখ ও ১১ বলে ৬ রান করা গুলশান ঝাঁ।
ব্যাটে নেমে নেপালের শুরুটা হয় দারুণ। একপ্রান্তে ধরে রাখেন আসিফ শেখ। অন্যপ্রান্তে আগ্রাসী ভূমিকায় কুশল ভুরতেল। দ্রুতগতিতে রান তুলতে থাকে নেপাল।
নবম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভুরতেল। হার্দিক পান্ডিয়ার জোরাল আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান নেপাল ওপেনার।
৯.৫ ওভারে দলীয় ৬৫ রানে প্রথম উইকেট হারায় নেপাল। শার্দূল ঠাকুরের বলে ঈশান কিষাণের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন কুশল। ২৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৮ রান করে যান।
উইকেট হারানোর পর রান তোলার গতি কিছুটা ধীর হয়ে যায়। ষোলোতম ওভারের শেষ বলে ভিম শাকরিকে ফেরান জাদেজা। ১৭ বলে ৭ রান করেন তিনি।
১৯তম ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন আসিফ শেখ। কূলদ্বীপ যাদবের আবেদনে সাড়া দেন আম্পায়ার। এবারও রিভিউ নিয়ে বেঁচে যান নেপাল ব্যাটার।
২০তম ওভারের শেষ বলে তৃতীয় উইকেট হারায় নেপাল। জাদেজার বলে স্লিপে মোহাম্মদ শামির হাতে ধরা দেন অধিনায়ক রোহিত পাউদেল। ৮ বলে ৫ রান করে ফেরেন প্যাভিলিয়নে।
২১.৫ ওভারে দলীয় ১০১ রানে জাদেজার তৃতীয় শিকার হয়ে ফেরেন কুশল মাল্লা। ৫ বলে ২ রান করে যান।







