এশিয়া কাপের চলতি আসরে ভারত-পাকিস্তান বৃষ্টি হানা দিয়েছিল দুইবার। বৃষ্টি ভেজা মাঠে পাকিস্তানের বোলারদের তোপে দ্রুতই চার উইকেট হারায় ভারত। এতে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় রোহিতের দল। তবে অবশ্য হার্দিক পান্ডিয়াকে সঙ্গী করে দলের বিপর্যয় কাটিয়ে তুলেছেন ঈশান কিষাণ। তাদের অপ্রতিরোধ্য জুটিতে বড় সংগ্রহের পথে ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৫ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান। ১১৭ রানের জুটি গড়ে ক্রিজে আছেন ঈশান কিষাণ (৭৬ বলে ৭৪ রান) ও হার্দিক পান্ডিয়া (৬৫ বলে ৫৩ রান)।
পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের ৪.২ ওভারে বৃষ্টি হানা দেয়। বৃষ্টির আগে ভারতের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১৫ রান। বৃষ্টি শেষে ম্যাচ গড়ানোর চার বল পরই আফ্রিদির হাফ ভলি বলে বোল্ড হন ১১ রান করা রোহিত। রোহিত ফেরার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি বিরাট কোহলি। মাত্র ৪ রান করে শাহিন আফ্রিদির বল তার ব্যাটের কানায় লেগে উইকেটে আঘাত হানে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দেন শ্রেয়াস আয়ার। লম্বা করতে পারেননি ইনিংস। হারিস রউফের বলে পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের তালুবন্দি হন। ৯ বলে ২ চারে ১৪ রানে থামে আয়ারের ইনিংস। দলীয় ৪৮ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলা আবারও খানিকক্ষণ বন্ধ থাকে।
বৃষ্টি শেষে খেলা পুনরায় মাঠে গড়ালে ১৫তম ওভারের প্রথম বলে বোল্ড হন ৩২ বলে ১০ রানের ধীরগতির ইনিংস খেলা শুভমান গিল। নিজের দ্বিতীয় উইকেট পকেটে পুরেন হারিস।
এরপর দলের হাল ধরেন কিষাণ ও পান্ডিয়া। পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে রান তুলছেন দুই ব্যাটার। দুজনেই ফিফটি স্পর্শ করেছেন। ২৮ ওভারে দ্বিতীয় বলে ৫৪ বলে ফিফটি স্পর্শ করেন কিষাণ, ৩৪তম ওভারের শেষ বলে ৬২ বলে ফিফটি করেন হার্দিক।







